Updated: 29 Dec 2021, 05:53 PM IST
লেখক Sritama Mitra
ঠান্ডার দাপট অব্যাহত দেশের বিভিন্ন প্রান্তে। উত্তর... more
ঠান্ডার দাপট অব্যাহত দেশের বিভিন্ন প্রান্তে। উত্তরের একাধিক এলাকা আপাতত নিজেকে মুড়িয়ে ফেলেছে সাদা বরফের চাদরে। এদিকে, উত্তরাখণ্ডে প্রবল হারে তুষারপাত শুরু হয়ে গিয়েছে। যার ফলে কার্যত বিপর্যস্ত হয়েছে সেখানের স্বাভাবিক জনজীবন। এদিকে, দেবভূমি উত্তরাখণ্ডের বদ্রীনাথ মন্দির কার্যত বরফের আস্তরণের মধ্যে রয়েছে। এদিন সেই ছবি উঠে এসেছে। আবার উত্তরাখণ্ডের মুন্সিয়ারিতে এদিন তুলোর মতো বরফপাত হতে দেখা যায়। মুহূর্তে সাদা হয়ে যায় রাস্তা ঘাট।