বাংলা নিউজ >
দেখতেই হবে >
পরিবারের উপস্থিতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সোহিনী-শোভন, অতিথি হয়ে এলেন কারা?
Updated: 16 Jul 2024, 10:41 PM IST
লেখক Subhasmita Kanji
বহুদিন ধরেই চর্চায় ছিল শোভন গঙ্গোপাধ্যায় এবং সোহিনী সরকারের সম্পর্ক। অবশেষে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। গান, নাচে জমিয়ে উঠেছিল তাঁদের বিয়ের আসর। হাজির ছিলেন নিকট বন্ধুরা।