বাংলা নিউজ >
দেখতেই হবে >
Saraswati Puja 2025: বাংলা ভাষায় অঞ্জলি থেকে স্কুলের মাঠেই বইমেলা, সরস্বতী পুজো ২০২৫র কিছু ঝলক
Updated: 03 Feb 2025, 07:26 PM IST
Laxmishree Banerjee
বাংলা ভাষায় সরস্বতী পুজোর মন্ত্রপাঠ করে তাক লাগালো পূর্ব বর্ধমানের মশাগ্রামের সারদা মিশন শিক্ষণ মন্দির। বাংলা ভাষায় অঞ্জলি দেওয়ার এই সুযোগ পেয়ে উচ্ছ্বসিত পড়ুয়ারাও। ওদিকে রাজ আমলের প্রথা মেনেই সরস্বতী পুজো হল কোচবিহার মদনমোহন মন্দিরে। দেবী সরস্বতীর কাছে বই জমা না দিয়ে বেশি করে বইমুখি হোক পড়ুয়ারা, এমনিই দাবিতে পুজোর দিনই হুগলির চুঁচুড়া বালিকা বানী মন্দির স্কুলে বসেছিল বইমেলা।