বাংলা নিউজ >
দেখতেই হবে >
এই শীতে বরফে মোড়া সোনমার্গ-মানালি যেন এক টুকরো স্বর্গ! বাংলায় শীতের খবর কী?
Updated: 10 Dec 2024, 01:32 PM IST
Laxmishree Banerjee
নতুন তুষারপাতের পর যেন এক টুকরো স্বর্গ নেমে এসেছে সোনমার্গে। জানা গিয়েছে, হিমাচল প্রদেশের মানালিতে এবং জম্মু ও কাশ্মীরের গান্দেরবাল জেলার সোনামার্গে ৯ ডিসেম্বর নতুন তুষারপাত হয়েছে। তুষারে ঢাকা পড়েছে পর্যটন রিসর্টের ছাদ এবং রাস্তাগুলি। মন ছুঁয়ে যায় সে দৃশ্য। এদিকে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের প্রথম দিনেই মেঘলা আকাশ, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঝিরঝিরে বৃষ্টিতে ভিজল পুরুলিয়া।