বাংলা নিউজ > দেখতেই হবে > Video: সর্ষে ইলিশ থেকে পটল চিংড়ি পড়ল স্মৃতি ইরানির পাতে! দলীয় কর্মসূচিতে হাওড়ায় কেন্দ্রীয় মন্ত্রী কাড়লেন নজর

Video: সর্ষে ইলিশ থেকে পটল চিংড়ি পড়ল স্মৃতি ইরানির পাতে! দলীয় কর্মসূচিতে হাওড়ায় কেন্দ্রীয় মন্ত্রী কাড়লেন নজর

এক দলীয় কর্মসূচিতে এদিন হাওড়ায় পৌঁছন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। হাওড়ার জগতবল্লভপুরে এক কর্মসূচি উপলক্ষ্যে পৌঁছন তিনি। এদিকে, কেন্দ্রীয় মন্ত্রীকে সাদরে আপ্যায়ন করতে দেখা গেল এলাকার বাড়িগুলিতে। এদিন এলাকার একটি বাড়িতে মধ্যাহ্নভোজ করতে দেখা যায় স্মৃতি ইরানিকে। তাঁর পাতে পড়ে সরষে ইলিশ থেকে পটল চিংড়ি। এছাড়াও মেনুতে ছিল শুক্তো,রুই মাছের কালিয়া, চাটনি, পাপড়, মিষ্টি। উল্লেখ্য, এদিন হাওড়ার চামরাইল, জগদীশপুর সহ বিভিন্ন এলাকায় দলীয় কর্মসূচিতে অংশ নেন স্মৃতি ইরানি।