সৌরভ নয়, ১৪ ফেব্রুয়ারি 'প্রথম ভ্যালেন্টাইন'-এর সঙ্গে কাটাবেন দর্শনা! Updated: 13 Feb 2025, 08:16 PM IST Sayani Rana টলিপাড়ার পাওয়ার কাপেল সৌরভ দাস ও দর্শনা বণিক। সৌরভ জানিয়েছেন এই প্রেমদিবসে একসঙ্গে থাকছেন না তাঁরা, বাদ সেধেছে সেলিব্রিটি ক্রিকেট লিগ। বিস্তারিত দেখে নিন ভিডিয়োয়।