Updated: 31 Jan 2025, 09:40 PM IST
লেখক Ranita Goswami
#souravganguly #donaganguly #rukminimaitra #binodinidasi #dev ২৩ জানুয়ারি বাংলায় মুক্তি পেয়েছে রামকমল মুখোপাধ্য়ায় পরিচালিত ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’। নাট্যসম্রাজ্ঞীর জীবনী সফলভাবে তুলে ধরতে সক্ষম হয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। আর ঠিক সেই কারণেই ‘বিনোদিনী’ মুক্তির পর থেকে হল ভিজিট হোক বা যে কোনও অনুষ্ঠান, যেখানেই যাচ্ছেন প্রশংসা কুড়োচ্ছেন অভিনেত্রী। দর্শক, সিনেসমালোচকদের রায়ে ঝকঝকে মার্কশিট তাঁর। নিজেকে ভেঙেচুরে বিনোদিনীর চরিত্র আত্মস্থ করেছেন। আর সেই কঠোর কসরতের ফলই হাতেনাতে পাচ্ছেন বর্তমানে। এবার রুক্মিণীর বিনোদিনীকে শুভেচ্ছা জানালেন সৌরভ ও ডোনা গঙ্গোপাধ্যায়।