বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: 'অযোধ্যা ঐতিহাসিকভাবে আমাদের দুই দেশের কাছে গুরুত্বপূর্ণ', কেন এমন বললেন দ. কোরিয়ার রাষ্ট্রদূত?
Updated: 13 Sep 2023, 11:23 PM IST
Sritama Mitra
অযোধ্যার রাম মন্দির নিয়ে এবার বার্তা এল দক্ষিণ কোরিয়া থেকে। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত সদ্য এক সভায় এই নিয়ে মুখ খোলেন। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বলেন, 'অযোধ্যা আমাদের দুই দেশের জন্য গুরুত্বপূর্ণ।' তিনি জানান অযোধ্যার রাম মন্দির নিয়ে আগ্রহী দক্ষিণ কোরিয়া। অযোধ্যায় রামমন্দির উদ্বোধনে যদি ভারতের তরফে আমন্ত্রণ আসে.. তাহলে তা যে সাদরে গ্রহণ করবে দক্ষিণ কোরিয়া, তা জানিয়ে দিলেন দ.কোরিয়ার রাষ্ট্রদূত। উল্লেখ্য, এই বার্তার নেপথ্যে রয়েছে কোরিয়ার এক প্রচলিত বিশ্বাস। শোনা যায়, ২০০০ বছর আগে, এক ভারতীয় রাজকন্যা কোরিয়ার এক রাজপুত্রকে বিয়ে করেছিলেন। আর সেই রাজকন্যা 'আয়ুতা'র বাসিন্দা ছিলেন। সেই 'আয়ুতা'ই পরে 'অযোধ্যা' হয়েছে কি না, তা নিয়ে অবশ্য নিশ্চিত কিছু জানাতে পারেননি দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত।