Updated: 29 Jun 2022, 01:13 PM IST
লেখক Sritama Mitra
২০২২ রথযাত্রা ঘিরে প্রস্তুতি চলছে বাংলার মায়াপুর থ... more
২০২২ রথযাত্রা ঘিরে প্রস্তুতি চলছে বাংলার মায়াপুর থেকে মাহেশে। এদিকে পুরীধামেও রয়েছে আলাদা ব্যস্ততা। তারই মাঝে পুরী থেকে বলদেবের রথের বিশেষ চাকা আনা হল মায়াপুরে। যাঁরা পুরী এই বছর যেতে পারছেন না, তাঁরা মায়াপুরে এই চাকা দর্শন করে ও স্পর্শ করার সুযোগ পাবেন। দর্শনার্থীরা মায়াপুর মন্দির প্রাঙ্গণে এসে পবিত্র এই রথের চাকা দর্শন করতে পারবেন। প্রতিবছর জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষ্যে নতুন রথ তৈরি করা হয় পুরী ধামে। পুরনো রথের চাকা বহু মূল্যের বিনিময় নিলামের মাধ্যমে হস্তান্তর করা হয়। সেভাবেই এই রথের চাকা এল মায়াপুরে।