অজিঙ্কা রাহানের অনবদ্য শতরান যে মেলবোর্ন ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে সেই কথা বললেন কোচ রবি শাস্ত্রী। তাঁকে জিজ্ঞেস করা হয় যে স্থায়ী অধিনায়ক বিরাট কোহলি ও তাঁর অনুপস্থিতিতে অধিনায়কত্ব করা রাহানের ক্যাপ্টেন্সির মধ্যে ফারাক কোথায়।
তখন শাস্ত্রী বলেন যে দুইজনে দুই রকমের মানুষ। কোহলি অনেকটা আক্রমণাত্মক, বিরোধীদের কাছে নিজের মনের ভাব পৌঁছে দিতে কার্পণ্য করেন না। অন্যদিকে রাহানে ধীর, স্থির, শান্ত প্রকারের ও দলের ওপর একটি ইতিবাচক প্রভাব পড়ে তাঁর। তাই দুই অধিনায়ক ভিন্ন প্রকারের বলে মনে করেন শাস্ত্রী।