বাংলা নিউজ > দেখতেই হবে > ময়দান > পেট চালাতে ১০০ দিনের কাজে পাথর ভাঙছেন দিব্যাংশ ক্রিকেটার, অবশেষে সাহায্যের আশ্বাস সরকারের

পেট চালাতে ১০০ দিনের কাজে পাথর ভাঙছেন দিব্যাংশ ক্রিকেটার, অবশেষে সাহায্যের আশ্বাস সরকারের

একদা দেশকে সম্মান এনে দেওয়ায় ফুল মিস্টিতে লোকে তাঁকে বরণ করে নিয়েছে। এখন একটু সাহায্যের জন্য কার্যত হাত পাততে হচ্ছে লোকের কাছে। ভারতের হুইলচেয়ার ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রাজেন্দ্র সিং ধামি পেট চালাতে রাস্তার ধারে পাথর ভাঙার কাজ করছেন। সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন বহুবার। সাহায্য এসে পৌঁছয়নি দিব্যাংশ ক্রিকেটারের হাতে। লকডাউনে ১০০ দিনের কাজে শ্রমিকের ভূমিকা নেওয়া রাজেন্দ্র চাইছেন, তাঁর শারীরিক অবস্থা অনুযায়ী বসে বসে করা যায় এমন কোনও চাকরি দিক সরকার।
  • রাজেন্দ্রর আবেদন অবশেষে উত্তরাখণ্ডের পিথোরাগড়ের জেলা শাসকের কানে গিয়ে পৌঁছেছে। তিনি জেলার ক্রীড়া আধিকারিকদের নির্দেশ দিয়েছেন অবিলম্বে ধামিকে আর্থিক সহয়তা প্রদানের। যত তাড়াতাড়ি সম্ভব মুখ্যমন্ত্রী স্বরোজগার যোজনা বা অন্য কোনও প্রকল্পে প্রাক্তন দিব্যাংশ ক্রিকেটারকে কাজের ব্যবস্থা করে দেওয়া হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন।
  •