বাংলা নিউজ > দেখতেই হবে > ময়দান > HTLS 2022: অবসর ভেঙে মহিলা IPL-এ খেলতে পারেন মিতালি, খোলা রাখলেন মালিক হওয়ার দরজা!

HTLS 2022: অবসর ভেঙে মহিলা IPL-এ খেলতে পারেন মিতালি, খোলা রাখলেন মালিক হওয়ার দরজা!

মহিলা আইপিএলে খেলতে পারেন। এমনই আশা জিইয়ে রাখলেন মিতালি রাজ। তবে না খেললেও মেন্টর, কোচ বা দলের মালিক হওয়ার রাস্তাও খোলা রাখলেন মিতালি। মঙ্গলবার ‘হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট ২০২২’-তে সেটাই জানিয়েছেন মিতালি। যে অনুষ্ঠানে ছিলেন ঝুলন গোস্বামীও। বিস্তারিত দেখুন ভিডিয়োয় -