রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড়ের সব পরীক্ষা নিরীক্ষা সফল হয়েছে। ব্যাটিং-এ দারুণ পারফর্ম করেছে ভারত। প্রথম সারির ব্যাটাররা ব্যর্থ হলেই পরের দিকে মিডিল অর্ডারের ব্যাটাররা খেলাটিকে ধরে নিতেন। ফলে সিরিজের চারটি ম্যাচে সফল ভাবে রান করেছিল টিম ইন্ডিয়া।
1/8দলের জয়ের পিছনের অন্যতম কারণ হল, দলের অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মিল। দলের যেমন নতুন নতুন বোলাররা উঠে আসছেন, তেমনই দলের হাল ধরতে রোহিত-ভুবিরা রয়েছেন। এবং নিজেদের দায়িত্ব পালন করছেন। (ছবি-এএফপি) (AP)
2/8রবি বিষ্ণৌই হোক কিমবা আবেশ খান কিমবা আর্শদীপ সিং প্রত্যেকেই নিজেদের সেরাটা দিয়েছেন। এরফলে ব্যাটিং-এর সাথে সাথে বোলিং-এও দারুণ করেছে ভারত। এর ফলে সিরিজ জিততে সফল হয়েছে টিম ইন্ডিয়া। (ছবি:এএফপি) (AP)
3/8রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড়ের সব পরীক্ষা নিরীক্ষা সফল হয়েছে। ব্যাটিং-এ দারুণ পারফর্ম করেছে ভারত। প্রথম সারির ব্যাটাররা ব্যর্থ হলেই পরের দিকে মিডিল অর্ডারের ব্যাটাররা খেলাটিকে ধরে নিতেন। ফলে সিরিজের চারটি ম্যাচে সফল ভাবে রান করেছিল টিম ইন্ডিয়া। এই কারণেই প্রতিপক্ষের সামনে বড় রান দাঁড় করানোর পাশাপাশি, প্রতিপক্ষের দেওয়া রান তাড়া করতে কখনও ভয় পায়নি ভারত। সিরিজ জয়ের এটাও একটা বড় কারণ। (ছবি-এপি) (AP)
4/8ভারতের জয়ের অন্যতম কারণ হল দলে রোহিতের সফল নেতৃত্ব। বিরাটের পরে দারুণ নেতা হিসাবে নিজেকে প্রমাণ করেছেন রোহিত শর্মা। দলে প্রত্যেকেই সুযোগ পাচ্ছেন। এমনকি একটি দুটি ম্যাচে কেউ খারাপ খেললেও তাঁকে সুযোগ দেওয়া হচ্ছে। এই কারণে হয়তো দলের ছবিটা বদলেছে। এবং প্রত্যেকেই নিজেদের সেরাটা দিচ্ছেন। (ছবি-এপি) (AP)
5/8ভারতের জয়ের পিছনে অন্যতম বড় কারণ হল দলের ব্যাটিং গভীরতা। দীনেশ কার্তিক যে ভাবে ফিনিশারের ভূমিকা পালন করছেন, তাতে ভারত যে কোনও পরিস্থিতিতেই জয়ের স্বপ্ন দেখতে পারে। এছাড়াও অক্ষর প্যাটেল, অশ্বিন প্রত্যেকেই ভালোই ব্যাট করছেন। (ছবি-এএফপি) (AP)
6/8এবারে সূর্যকুমার যাদবকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন রাহুল দ্রাবিড় ও রোহিত শর্মা। রোহিতের সঙ্গে ওপেন করতে দেখা গিয়েছিল তাঁকে। তবে প্রথমে ব্যর্থ হলেও পরের দিকে সূর্যকুমার যাদব বুঝিয়ে দিয়েছেন তিনি সবকিছুর জন্য তৈরি। ভারতের শুরুটা দারুণ করেছিলেন তিনি। ফলে টিম ইন্ডিয়ার জয়ের পিছনে সূর্যকুমার যাদবের ফর্মে থাকাটাও একটা বড় কারণ। (ছবি-এএফপি) (AP)
7/8ভারতের সিরিজ জয়ের পিছনে রয়েছে শক্তিশালী বেঞ্চের প্রভাব। দলের প্রত্য়েকেই নিজেদের প্রমাণ করতে চায়। তাই সুযোগ পেলেই নিজেদের মেলে ধরছেন সকলে। সে সঞ্জু স্যামসন হোক কিমবা রবি বিষ্ণোই সকলেই নিজিদের মেলে ধরছেন। (ছবি-এপি) (AP)
8/8দারুণ পারফর্ম করছেন হার্দিক পান্ডিয়া। বল হাতে, ব্যাট হাতে, যেখানেই নামছেন সেখানেই নিজের সেরাটা দিচ্ছেন। দল হার্দিকের থেকে অনেক ভরসা পাচ্ছে। হার্দিকের ফর্মে থাকাটাও ভারতের জয়ের পিছনে অন্যতম কারণ। (ছবি-এএফপি) (AP)