বাংলা নিউজ >
দেখতেই হবে >
ময়দান >
Manu Bhaker: ভারতে ফিরতেই মনুকে রাজকীয় অভ্যর্থনা, হল গোলাপ বর্ষণ, তোলা হল কাঁধে, বললেন ‘আশা করছি এরকম সমর্থন পাব’
Updated: 07 Aug 2024, 03:16 PM IST
লেখক Ayan Das
ভারতে ফিরেই রাজকীয় অভ্যর্থনা পেলেন মনু ভাকের। প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক জয়ের পরে বুধবার দেশে ফেরেন মনু। বুধবার সকাল ৯ টা ২০ মিনিট নাগাদ দিল্লির মাটিতে নামে এয়ার ইন্ডিয়ার এআই ১৪২ বিমান। প্রায় ঘণ্টাখানেক দেরিতে নামে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। তারপর কোচ যশপাল রানার সঙ্গে বেরোতেই তাঁকে অভ্যর্থনা জানানো হয়। বৃষ্টি উপেক্ষা করেই সকাল থেকে শয়ে শয়ে মানুষ বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছিলেন। তারপর কী হল, তা দেখুন ভিডিয়োয় -