অলিম্পিক্সের সুইমিং পুলে বড়সড় চমক দিলেন অস্ট্রেলিয়ার আরিআর্ন তিতমাস। সোমবার ৪০০ মিটার ফ্রি-স্টাইলে আমেরিকার কেটি লেডেকিকে হারিয়ে সোনা জেতেন তিনি। যে লেডেকি এই প্রথম অলিম্পিক্সে কোনও ব্যক্তিগত ইভেন্টে সোনা পেলেন না। সেই ঐতিহাসিক জয়ের পর আরিআর্ন জানান, ফাইনালে একেবারেই টেনশনে ছিলেন না। ঠিক কী করতে হবে, তা পুরোপুরি জানতেন। বিস্তারিত দেখুন ভিডিয়োয় -