দরকার মাত্র একটা জয়ের। তাহলেই অলিম্পিক্সে পদক নিশ্চিত করবেন বক্সার লভলিনা বড়গোহাঁইয়। যিনি মঙ্গলবার ৬৯ কেজি বিভাগে শেষ ষোলোর ম্যাচে জার্মানির আপেত্জ বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেন। ম্যাচের ফল ৩-২। আগামী শুক্রবার (৩০ জুলাই) চিনা তাইপেইয়ের নিয়েন-চিন চেনের বিরুদ্ধে নামবেন অসমের মেয়ে লভলিনা। সেই ম্যাচ জিতলেই অলিম্পিক্সে পদক নিশ্চিত করবেন তিনি -