ঐতিহাসিক সোনা জয়ের পর কেটে গিয়েছে কয়েক ঘণ্টা। তবে এখনও সেই পদক জয়ের ঘোর কাটেনি নীরজ চোপড়ার। আজ (রবিবার) ‘হিন্দুস্তান টাইমস’-এর প্রতিনিধি অভিষেক রায়ের সঙ্গে সাক্ষাৎকারে একাধিক বিষয়ে মুখ খুললেন ভারতীয় তারকা। অলিম্পিক্সে সোনা জয়ের পরও কেন , তা জানালেন। সঙ্গে জানালেন, কীভাবে আদর্শ জ্যাভেলিন থ্রোয়ারের ভিডিয়ো দেখতেন। তাঁকে দেখেই ধারাবাহিকতার গুরুত্ব অনুধাবন করেছেন। তাই একটি সোনায় থামতে চান না তিনি। আর কী বললেন নীরজ, একনজরে দেখে নিন ভিডিয়োয় -