বাংলা নিউজ >
দেখতেই হবে >
Sreemoyee Chattoraj: বিয়ের পর প্রথম জন্মদিন, নানান খাবারে ভুরিভোজ শ্রীময়ীর, দামি উপহার দিলেন কাঞ্চন
Updated: 30 Jun 2024, 08:39 PM IST
সম্পাদনা করেছেন Ranita Goswami
রবিবার টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী শ্রীময়ী চট্টোরাজের জন্মদিন। আরও একটা পরিচয় তাঁর রয়েছে, তা হল তিনি তৃণমূলের বিধায়ক কাঞ্চন মল্লিকের স্ত্রী। ১৪ ফেব্রুয়ারি দুজনে করেছিলেন আইনি বিয়ে। এরপর মার্চ মাসে সামাজিক বিয়ে ও একসঙ্গে থাকা শুরু। রবিবার মাঝরাতেই শুরু হয়ে যায় সেলিব্রেশন। যার ছবি শ্রীময়ী দেন ইনস্টা স্টোরিতে। শ্রীময়ীর জন্য আনা হয়েছিল সাদা রঙের একটি কেক। সেখানে লাল দিয়ে লেখা ‘লাভ’। আর সঙ্গে বাড়ির নাম, টু ঝুম্পা। মায়ের সঙ্গে সেলফিও শেয়ার করেছেন অভিনেত্রী। আর উপহারের ছবি। যা হল একটি বিখ্যাত ঘড়ির ব্র্যান্ডের একটি শপিং ব্যাগ। তা বরের থেকে উপহারে কী পেলেন শ্রীময়ী? অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় বরকে ট্যাগ করে ধন্যবাদ জানালেন। দেখা গেল ক্যামেরার সামনে দেখাচ্ছেন রোজ গোল্ডের একটি ওভাল শেপের ঘড়ি। আর একটি রোজ গোল্ডেরই ব্রেসলেট। __________________________________________________________________ ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র যাবতীয় আপডেটের জন্য ইউটিউবে ‘বেল' (Bell) আইকনে ক্লিক করুন। ফেসবুকে আমাদের পেজে লাইক করুন: https://www.facebook.com/hindustantimesbangla টুইটারে আমাদের টুইট করুন: https://twitter.com/HT_Bangla ইনস্টাগ্রামে ফলো করুন: https://www.instagram.com/htbangla/?hl=en