বাংলা নিউজ >
দেখতেই হবে >
Sreemoyee: পূর্ণিমার দিন প্রথা মেনে আলতা রাঙা পায়ে শ্রীময়ী, বললেন, 'এয়োদের আজ...'
Updated: 24 May 2024, 03:25 PM IST
সম্পাদনা করেছেন Ranita Goswami
শ্রীময়ী যে ভিডিয়োটি পোস্ট করেছেন, তাতে তাঁকে বলতে শোনা যায়, ‘আমি আছি মামারবাড়িতে, আগের দিনই দেখিয়েছি মা মঙ্গলচণ্ডীর পুজো হয়েছে। ওটা হয়েছে আমাদের দুর্গা মন্দিরে। ৭০ বছর ধরে এবাড়িতে দূর্গাপুজো হয়। আগে দাদুরা করতেন, এখন মামারা ভার নিয়েছেন। ভোগ হয়, দুর্গাপুজো হয়, প্রতিমা গড়া হয়, ভাসান হয়, খুব আনন্দ হয়। আর আমি এবার মঙ্গলচণ্ডীর পুজোয় এসেছিলাম।’
----
‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র যাবতীয় আপডেটের জন্য ইউটিউবে ‘বেল' (Bell) আইকনে ক্লিক করুন। ফেসবুকে আমাদের পেজে লাইক করুন: https://www.facebook.com/hindustantimesbangla টুইটারে আমাদের টুইট করুন: https://twitter.com/HT_Bangla ইনস্টাগ্রামে ফলো করুন: https://www.instagram.com/htbangla/?hl=en