বাংলা নিউজ >
দেখতেই হবে >
Sreemoyee-Kanchan Wedding: 'কাঞ্চন মল্লিক সুপার ফ্লপ', ছাদনাতলায় বসে বললেন শ্রীময়ী
Updated: 03 Mar 2024, 04:45 PM IST
Priyanka Bose
Sreemoyee-Kanchan Wedding: ২ মার্চ শনিবার বিয়ের পিঁড়িতে বসলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। বিয়ের দিনটা গোপনই রেখেছিলেন কাঞ্চন আর শ্রীময়ী। প্রিন্সটন ক্লাবে বিয়ে করেন কাঞ্চন আর শ্রীময়ী। সকালে দুই বাড়ির তরফে একইসঙ্গে করা হয়েছিল গায়ে হলুদের আয়োজন। এরপর গোধুলি লগ্নে বিয়ে সারেন। আর বিয়ের পিঁড়িতে বসে হবু বরের হাতে হাত রেখে শ্রীময়ী বলেন, 'কাঞ্চন মল্লিক সুপার ফ্লপ'। দেখুন সেই ভিডিয়ো-