Updated: 10 Jul 2022, 06:12 PM IST
লেখক Sritama Mitra
সংবাদসংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী উঠে এসেছে শ্রীলঙ্... more
সংবাদসংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী উঠে এসেছে শ্রীলঙ্কার এক স্থানীয়ের বক্তব্য। সেই স্থানীয় বলছেন, 'সাধারণ মানুষের ঘরে নেই বিদ্যুৎ, এসি চলছে রাষ্ট্রপতি ভবনে।' উল্লেখ্য, শনিবারই শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ভবনের দখল নেয় জনসাধারণ। তারপর সেখানের রান্নাঘরের সামগ্রী লুঠ করা হয় বলে খবর। রাষ্ট্রপতি ভবনের সুইমিং পুলে ভাসতে দেখা যায় বহু মানুষকে। এরপর রবিবার সকালেও দলে দলে জনতা ভিড় করে রাষ্ট্রপতি ভবনে। পরিবারকে কেউ কেউ দেখাতে আনেন রাষ্ট্রপতি ভবনের ভিতরের অংশ। অনেকেরই দাবি, তাঁদের চুরি যাওয়া টাকা উদ্ধার হয়েছে রাষ্ট্রপতিভবন থেকে।