বাংলা নিউজ >
দেখতেই হবে >
খালি হয়ে গিয়েছে হোটেল, বিচে নেই পর্যটকের ভিড়! সংকটের মেঘ কীভাবে আরও গভীর হচ্ছে
খালি হয়ে গিয়েছে হোটেল, বিচে নেই পর্যটকের ভিড়! সংকটের মেঘ কীভাবে আরও গভীর হচ্ছে
Updated: 17 May 2022, 07:52 PM IST
লেখক Sritama Mitra
- গত দু'বছরে করোনার জেরে শ্রীলঙ্কার পর্যটন ব্যবসা ক্রমেই মন্দার মুখে পড়েছে। যা সেদেশের সাম্প্রতিক আর্থিক সংকটের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। তবে এখনই কোনও আশার আলো দেখছে না শ্রীলঙ্কা। কারণ সেদেশের সদ্য আর্থিক সংকটের মাঝে তপ্ত সামাজিক পরিস্থিতি ঘিরে সেখানে কমেছে পর্যটকের ভিড়। খালি হয়ে যাচ্ছে বহু হোটেল। বিচেও নেই ভিড়। বেড়েছে সব জিনিসের দাম। ঘণ্টার পর ঘণ্টা নেই বিদ্যুৎ সংযোগ। আকাশ ছুঁয়েছে দ্রব্যমূল্য। ফলে শ্রীলঙ্কায় কমেছে বিদেশী পর্যটকদের ভিড়। কলম্বোর মতো শহরে তাবড় হোটেল এই মুহূর্তে ফাঁকা হয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে সংকটের মেঘ যেন কিছুতেই কাটছে না শ্রীলঙ্কার।
আরও ভিডিও