বাংলা নিউজ >
দেখতেই হবে >
শ্রীরামপুর: প্রধান শিক্ষিকার বিরুদ্ধে তুমুল বিক্ষোভ-স্লোগান পড়ুয়াদের? রয়েছে কোন অভিযোগ!
Updated: 10 Sep 2024, 08:03 PM IST
Laxmishree Banerjee
প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিক্ষোভ সহ শিক্ষিকা ও পড়ুয়াদের। কথায় কথায় নাকি পুলিশ ডাকেন প্রধান শিক্ষিকা। তাই তাঁর বিরুদ্ধে এবার বিক্ষোভ সহ শিক্ষিকাদের, সামিল স্কুল পড়ুয়ারাও। শ্রীরামপুর রমেশ চন্দ্র গার্লস হাইস্কুলের ঘটনা এটি। পঠন পাঠন বন্ধ করে বিক্ষোভ করার খবর পেয়ে, অভিভাবকরা স্কুলে ভিড় করেন। বিক্ষোভকারী শিক্ষিকাদের সঙ্গে অভিভাবকদেরও।তুমুল ঝামেলা শুরু হয়।