Updated: 20 May 2022, 10:10 PM IST
লেখক Sritama Mitra
ক্রমাগত বৃষ্টিতে বিধ্বস্ত পরিস্থিতি অসমের। সেখানে ... more
ক্রমাগত বৃষ্টিতে বিধ্বস্ত পরিস্থিতি অসমের। সেখানে ক্রমেই বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে। বহু জায়গায় বন্যার জলে ভেঙে গিয়েছে বাঁধ। ধসে গিয়েছে রাস্তা। আর কিছু জায়গায় জলমগ্ন গোটা এলাকা। তবুও দুর্যোগ কাটিয়ে ফের একবার জীবনের স্বাভাবিক ছন্দে ফিরে যাওয়ার উদ্যোগে অসমের বন্যা বিধ্বস্ত এলাকার মানুষ। এই ছবি অসমের বিষ্ণুপুর এলাকার। ধেমাজি জেলার এই এলাকার এই স্কুলটি আপাতত জলমগ্ন। আর সেখানে পৌঁছতে পড়ুয়ারা হাতে বই খাতা নিয়ে নৌকায় রওনা হচ্ছে। এভাবেই চলছে দিনের পর দিন স্কুল।