বাংলা নিউজ >
দেখতেই হবে >
Subhashree-Yaalini: যেটাই বলে করে উল্টো! মাম্মা বলতে বললে বাবা বলতে শুরু করল ছোট্ট ইয়ালিনি
Updated: 26 Nov 2024, 11:46 PM IST
সম্পাদনা করেছেন Ranita Goswami
#subhashreeganguly #yalinichakraborty #reel #rajchakraborty #yuvanchakraborty মেয়ের একটা মিষ্টি ভিডিয়ো শেয়ার করলেন শুভশ্রী! ইয়ালিনি তাঁর কোলে। খিলখিল করে হাসছে ১১ মাসের এই খুদে। আধো আধো আওয়াজ বেরোচ্ছে এখন থেকেই। মা গান গাইতে বললে, নাচ করতে বললে, বেশ শব্দ করে মুখ দিয়ে। তারপরই যেই শুভশ্রী বলেন, ‘ইয়ালিনি বলো মাম্মা’, ওমা খুদে বলে উঠল, ‘বাবা’। বেশ কয়েকবার চেষ্টা করার পর হাল ছেড়ে দেন শুভশ্রী। মা-মেয়ের মিষ্টি এই মুহূর্ত এখন ইন্টারনেটের হট ফেভারিট।