Updated: 08 Jan 2025, 05:21 PM IST
লেখক Ranita Goswami
দেব গান গাইতে নারাজ, তবে সকলে তাঁকে গাওয়ানোর জন্য নাছোড়বান্দা। স্টুডেন্টদের তরফেও অনুরোধ এল। দেব পাল্টা বললেন, ‘কিশোরী কারোর মনে আছে? আমার না সত্য়িই কিছু মনে আসছে না CM-এর সামনে মাথা কাজ করছে না।’ এরপরই অনুরোধ এল খোদ মুখ্যমন্ত্রীর কাছ থেকে, বললেন, ‘এই তুমি যা পারো গাও না…।’ এবার আর দেব পালাতেন কীভাবে! বললেন, ‘এমন একটা গান আমার এই মুহূর্তে মাথায় আসছে, আমি যদি গাই, তাহলে আজ রাত থেকে নয়, এই মুহূর্ত থেকে ট্রোল হতে শুরু করব…।’ এরপর দেব গাইলেন, ‘ও মধু ও মধু, আই লাভ ইউ ইউ…।’