Video: সুতপা হত্যাকাণ্ডে সুশান্তর মৃত্যুদণ্ড, ব্যাকুল কান্নার মাঝে সুতপার মা বললেন 'ফাঁসি হল কিন্তু...'
Updated: 31 Aug 2023, 10:13 PM ISTবহরমপুরের সুতপা চৌধুরী হত্যাকাণ্ডে অভিযুক্ত সুশান্ত চৌধুরীকে মৃত্যুদণ্ড দিল আদালত। সুশান্ত নিজেকে সুতপার প্রেমিক বলে দাবি করেছিল। বহরমপুর আদালতের ফাস্ট ট্রাক কোর্ট এই সাজা শুনিয়েছে। মঙ্গলবার এই মামলায় সুশান্তকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। এরপর বৃহস্পতিবার শুনিয়েছে সাজা। সুতপার পরিবার ও সরকারি আইনজীবী প্রথম থেকেই মৃত্যুদণ্ডের আর্জি জানানো হয়েছিল। এদিকে, বাঁধ মানছেনা সুতপার মায়ের চোখের জল। মেয়ের ছবি আঁকড়ে তিনি আজও অশ্রুসিক্ত। এর আগে, ২০২২ সালের ২ মে সুতপা হত্যাকাণ্ড ঘিরে বহরমপুর স্তম্ভিত হয়। এক সন্ধ্যায় এলাকার গোরাবাজারে কলেজছাত্রী সুতপা খুন হন। ঘটনায় অভিযুক্ত ছিল সুশান্ত।