বাংলা নিউজ > দেখতেই হবে > বাগদেবীর আরাধনায় 'শ্রীময়ী' ইন্দ্রানী হালদার

বাগদেবীর আরাধনায় 'শ্রীময়ী' ইন্দ্রানী হালদার

প্রতি বছরের মতো এবছরও লেক গার্ডেন্সে অবস্থিত নিজের... more

প্রতি বছরের মতো এবছরও লেক গার্ডেন্সে অবস্থিত নিজের অভিনয়ের স্কুলেই বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হলেন টেলিভিশনের 'শ্রীময়ী', ইন্দ্রানী হালদার। শ্যুটিং থেকে ছুটি নিয়ে গোটা দিন ছাত্রছাত্রীদের সঙ্গে কাটাচ্ছেন অভিনেত্রী। এদিন লাল-সোনালি শাড়িতে সেজেছিলেন শ্রীময়ী। নিজের হাতে সব আয়োজন না করলেও গোটা পুজোর যাবতীয় তদারকি করলেন নিজে দাঁড়িয়ে, পুজোর আয়োজনে যাতে কোনও খামতি না থাকে দেখে নিলেন সব কিছু। পুজোর ফাঁকেই আড্ডা দিলেন HT Bangla-র সঙ্গে।