বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: গ্রেফতার বিভব! আপ বলছে 'ভুয়ো মামলা', দল 'ইউ টার্ন' নিয়েছে-ক্ষোভ স্বাতীর, সরগরম দিল্লি
Updated: 18 May 2024, 11:43 PM IST
Sritama Mitra
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে তাঁকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ তোলেন দলের MP স্বাতী মালিওয়াল। স্বাতীর অভিযোগ ছিল কেজরিওয়ালের PA বিভব কুমারের বিরুদ্ধে। ঘটনা নিয়ে দিল্লি পুলিশে FIR দায়ের করেন স্বাতী। গোটা পরিস্থিতির মধ্যে শনিবার অভিযুক্ত বিভব কুমারকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে, এর আগে, স্বাতীর পাশে দাঁড়িয়ে দলের তরফে সঞ্জয় সিং বক্তব্য রেখেছিলেন। তবে সদ্য এক ফুটেজ তুলে ধরে অবস্থান পাল্টায় আপ। আপ-এর নেত্রী অতিশীর দাবি এই গোটা মামলা ভুয়ো। এদিকে, স্বাতী এই দলের এই অবস্থান পরিবর্তন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তিনি U-Turn এর প্রসঙ্গ তোলেন। এদিকে, বিজেপির পাল্টা প্রশ্ন কেজরিওয়ালকে ঘিরে। এদিকে, এই ঘটনায় দিল্লি যখন তোলপাড়, তখন বিভবের গ্রেফতারি নিয়ে কী বলছেন তাঁরা বাবা?