সামনেই তেলেঙ্গানায় পৌর নির্বাচন। তার আগে তুঙ্গে উঠ... more
সামনেই তেলেঙ্গানায় পৌর নির্বাচন। তার আগে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। নির্বাচনী প্রচারে কংগ্রেসকে বিঁধলেন এআইএমাআইএম নেতা আসাদুদ্দিন ওয়েইসি। কংগ্রেসের বিরুদ্ধে অর্থ ব্যবহার করে নির্বাচনের ফল প্রভাবিত করার চেষ্টা করার অভিযোগ আনেন তিনি। ভোটারদের কাছে মিম নেতার আবেদন, কংগ্রেসের থেকে যত ইচ্ছে টাকা নিন, কিন্তু দিনের শেষে আমায় গিয়ে ভোটটা দিয়ে আসবেন! রবিবার রাজ্যের ভইসাঁ অঞ্চলে যে সাম্প্রদায়িক হিংসার ঘটনা হয়েছে, তার কড়া সমালোচনা করেছেন তিনি। মুখ্যমন্ত্রীকে কেসিআরকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন ওয়েইসি।