Updated: 04 Aug 2024, 05:00 PM IST
Sayani Rana
জলমগ্ন তারাপীঠ মহাশ্মশান। মহাশ্মশানের বিভিন্ন এলাকা প্রায় আড়াই ফুট জলের তলায়। গতকাল গভীর রাত থেকে মহাশ্মশানে জল ঢুকতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে জলের পরিমাণ। টানা বৃষ্টিতে তারাপীঠ মহাশ্মশানের পাশ দিয়ে বয়ে চলা দ্বারকা নদীতে বেড়েছে জলস্তর। সেই জলস্তর বেড়ে যাওয়ায় নদীর পাড় ছাপিয়ে জল ঢুকে পড়েছে তারাপীঠ মহাশ্মশানে।