Updated: 28 Jan 2025, 01:00 AM IST
Laxmishree Banerjee
মালদার ভারত-বাংলাদেশ সীমান্ত শুকদেবপুরে বাংলাদেশি অনুপ্রবেশের উত্তেজনা অব্যাহত। শুকদেবপুর এলাকার বাসিন্দা থেকে কৃষকদের অভিযোগ প্রতিনিয়ত বাংলাদেশের অনুপ্রবেশকারীরা ভারতের ভূখণ্ডে ঢুকে কৃষকদের জমির ফসল কেটে নিচ্ছে। এরই পাশাপাশি গরু, ছাগলের মত গৃহপালিত পশু নিয়েও চলে যাচ্ছে। সমস্যার সমাধানে, রাস্তার নিচে অস্থায়ীভাবে কাঁটাতার দিতে চাইলেও বিএসএফকে বাধা দিচ্ছে বিজিবি। বিশৃঙ্খলা রুখতে, গ্ৰামবাসীদের দাবি দ্রুত কাঁটাতারের বেড়া দেওয়া হোক। দেশ রক্ষার জন্য, বিএসএফর সঙ্গে রাত জাগছেন এলাকাবাসীও।