Video: ভয়ঙ্কর ধস বক্সা পাহাড়ে! আটকে বাসিন্দারা
Updated: 10 Aug 2024, 08:00 PM IST Sayani Rana ফের ধস বক্সা পাহাড়ে, গ্রামেই আটকে কয়েক হাজার বাসিন্দা। গত কয়েকদিনের বৃষ্টিতে ধস নামে বক্সা ফোর্ট যাওয়ার রাস্তায়। বাসিন্দাদের কথায়, প্রায় ১৫মিটার সড়ক ধসে গিয়েছে, ফলে সমতলের সঙ্গে বন্ধ বক্সা, আদমা, টাসিগাও, লেপচাখা-সহ অন্যান্য পাহাড়ি গ্রামের যোগাযোগ। বিস্তারিত দেখে নিন ভিডিয়োয়।