Updated: 02 Jun 2022, 08:52 PM IST
লেখক Sritama Mitra
এই ভিডিয়োর দৃশ্য যতটা বিচলিত করতে পারে , ততটাই বেদ... more
এই ভিডিয়োর দৃশ্য যতটা বিচলিত করতে পারে , ততটাই বেদনাদায়ক। এই দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। ঘটনা জম্মু ও কাশ্মীরের একটি ব্যাঙ্কের ভিতর ঢুকে এক জঙ্গি গুলি ম্যানেজারকে গুলি করে পালায়। ভূস্বর্গের কুলগামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে ব্যাঙ্কে কর্মরত বিজয় কুমার নামে এই ব্যক্তি গুলিতে আহত হয়ে মারা গিয়েছেন। রাজস্থানের হনুমানগড় থেকে কুলগামে কাজের জন্য এসেছিলেন বিজয় কুমার। সেখানের ব্যাঙ্কে ছিলেন কর্মরত। আর ব্যাঙ্কের ভিতর ঢুকে এক জঙ্গি তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলির জেরে তিনি আহত হলেও, পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বিজয় কুমারকে মৃত বলে ঘোষণা করা হয়।