বাংলা নিউজ >
দেখতেই হবে >
Tetulpata Anindita'মেয়ে হয়েছে', শুনে কী প্রতিক্রিয়া ছিল সুদীপের? আবেগঘন ভিডিয়ো দিলেন অনিন্দিতা
Updated: 11 Mar 2025, 12:54 AM IST
লেখক Ranita Goswami
এবার অনিন্দিতা-সুদীপের সোশ্যাল মিডিয়ার পাতায় উঠে এসে সন্তান জন্মের সেই আবেগঘন মুহূর্ত। কেমন ছিল সেই সময়টা? ভিডিয়োতে দেখা যাচ্ছে, অনিন্দিতার সন্তান আসার আগে থেকেই হাসপাতালের বাইরে হাজির বাড়ির আত্মীয়-স্বজনরা। আর স্বামী সুদীপ তো ছিলেনই। মেয়ে হয়েছে খবর আসতেই আবেগে ভাসেন সকলে। সদ্যোজাত মেয়েকে দেখে আবেগে কেঁদে ফেলেন সুদীপ সরকার। তাঁর চোখের জল মুছে দেন পরিবারের অন্য এক সদস্য। একজন চেঁচিয়ে বলেন, ‘পরী হয়েছে পরী’। এরপর অনিন্দিতার কাছে পৌঁছে তাঁর মাথায় ভালোবাসার চুম্বন এঁকে দেন সুদীপ। তারপর একে একে হাসপাতালে পৌঁছোন পরিবারের অন্যান্যরাও। OT -তে অনিন্দিতাকে ঢোকানো থেকে সন্তানের জন্ম, পরিবারের সকলের উচ্ছ্বাস, সমস্ত মুহূর্তেরই কোলাজ ভিডিয়ো পোস্ট করেছেন তারকা দম্পতি।