Updated: 04 Nov 2024, 04:13 PM IST
Laxmishree Banerjee
আসন্ন শীতের মরসুমের জন্য কেদারনাথ ধামের দরজা বন্ধ করে দেওয়া হল, ভাইফোঁটার দিন অর্থাৎ ৩ নভেম্বর। ওম নমঃ শিবায়, জয় বাবা কেদার, ভারতীয় সেনা ব্যান্ডের ভক্তিমূলক সুরের সঙ্গে, বৈদিক আচার এবং ধর্মীয় ঐতিহ্য মেনে, ভগবান কেদারনাথের মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়। সকাল ০৮:৩০ টায়, বাবা কেদারের পঞ্চমুখী উৎসব ডলি, মন্দির থেকে বের করে আনা হয়, তারপরে শ্রী কেদারনাথ মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়।