Updated: 23 Dec 2024, 11:33 PM IST
Laxmishree Banerjee
২৩ ডিসেম্বর হনুমান অষ্টমী উপলক্ষে উজ্জয়িনীতে নামল ভক্তের ঢল। এদিন উজ্জয়িনীতে ১০৮টি হনুমান দর্শন যাত্রার আয়োজন করা হয়। তারই ঝলক নতুন ভিডিয়োতে। ওদিকে একই দিনে, মারগাঝি অষ্টমী চ্যারিয়ট উৎসব উপলক্ষে মাদুরাইয়ের মিনাক্ষী আম্মান মন্দিরে ভক্তদের ভিড়। মার্গশীর্ষ মাসের এই বিশেষ উদযাপন, তামিল ভাষায় মার্গাঝি নামে পরিচিত। হিন্দু সংস্কৃতিতে, সাধনা এবং উপবাসের মাধ্যমে শিব, শক্তি, বিষ্ণু এবং অন্যান্য দেবতার আরাধনা করা হয় এই মাসে।