বাংলা নিউজ >
দেখতেই হবে >
গুঁড়িয়ে দেবে শত্রুঘাঁটি! 'মেড ইন ইন্ডিয়া' ঘাতক ড্রোন 'নাগাস্ত্র ১' পেল সেনা
Updated: 14 Jun 2024, 10:16 PM IST
Sayani Rana
‘নাগাস্ত্র-১’ এসে গেল ভারতীয় সেনার হাতে। কী এই নাগাস্ত্র জানেন? এটি হল, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি, প্রথম ‘লয়টারিং মিউনেশন’ বা ‘সুইসাইড ড্রোন’।ভারতীয় সেনা নাগপুরের সোলার ইন্ডাস্ট্রিজের ‘ইকোনমিক্স এক্সপ্লোসিভ লিমিটেড’ সংস্থাকে ৪৮০টি নাগাস্ত্র সরবরাহের বরাত দিয়েছিল। ৪,৫০০ মিটার উচ্চতায় উড়তে পারে বলে এটি কোনও রাডারেও ধরা পড়ে না। তাই, খুব সহজেই অতর্কিতে হামলা চালাতে পারে। বিস্তারিত দেখে নিন ভিডিয়োয়।