রবিবার জেএনইউয়ে হওয়া তাণ্ডবের কড়া প্রতিবাদ জানিয়ে... more
রবিবার জেএনইউয়ে হওয়া তাণ্ডবের কড়া প্রতিবাদ জানিয়েছিলেন বিদেশমন্ত্রী তথা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী এস জয়শংকর। কিন্তু সোমবার একটি বই প্রকাশ অনুষ্ঠানে গিয়ে একটি বিতর্কিত মন্তব্য করে বসলেন প্রাক্তন বিদেশসচিব। বর্তমান জেএনইউয়ে পাঠরত ছাত্রদের সম্পূর্ণ ক্লিনচিট দিলেন না তিনি। বরং বললেন যে তিনি যখন পড়তেন, তখন জেএনইউয়ে কোনও টুকড়ে টুকড়ে বাহিনী ছিল না। বিগত বেশকিছু দিন ধরেই জেএনইউ ছাত্রদের বিরুদ্ধে দেশ-বিরোধী হওয়ার অভিযোগ উঠেছে। দেশের স্বার্থ পরিপন্থী কথা বলার অভিযোগ তুলেছে বিজেপি ও সংঘ পরিবারের একাংশ। সেই পরিপ্রেক্ষিতে বিদেশমন্ত্রীর মন্তব্য বিশেষ তাত্পর্যপূর্ণ।রবিবার অজ্ঞাত পরিচয় মুখোশধারীরা জেএনইউয়ে হামলা চালান। আহত হন জেএনইউ ছাত্র সংগঠনের সভাপতি ঐশী ঘোষ সহ অন্যান্যরা। এর প্রতিবাদ করে জয়শংকর টুইটারে বলেন, জেএনইউয়ে যা হচ্ছে তা মেনে নেওয়া যায় না। এটি বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি ও পরম্পরার বিরোধী। তবে সোমবার তার মন্তব্যে অখুশি অনেক নেটিজেন।কেন স্পষ্ট ভাবে জেএনইউ দেশবিরোধীদের আখাড়া নয়, সেটি বললেন না জয়শংকর, অনেকে প্রশ্ন করছেন এই বিষয়ে।