বাংলা নিউজ >
দেখতেই হবে >
Rogan Art Video: ক্যাস্টর অয়েল দিয়ে তৈরি রংয়ের এই রোগান আর্ট আজও বিস্মিত করে
Updated: 05 Dec 2024, 03:00 AM IST
Laxmishree Banerjee
১৫ শতাব্দী প্রাচীন রোগান আর্ট, প্রাণবন্ত কারুশিল্পের মাধ্যমে আজও মানুষকে বিস্মিত করে। পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত আব্দুল গফুরের নেতৃত্বে, নিরোনা গ্রামে খত্রী পরিবার এই শিল্পের জন্য অক্লান্ত পরিশ্রম করে। ২০০১ সালের ভূমিকম্পের পরে পুনরায় নির্মিত গান্ধী নু গাঁও, প্রাণবন্ত কারুশিল্পের জন্য পরিচিত। কচ্ছের কারিগররা আয়না দিয়ে সজ্জিত স্টোল এবং গয়নার মতো সুন্দর জিনিস তৈরি করেন। এই শিল্পীরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণ করছেন। তাঁদের দাবি, ভারতের এই কালজয়ী ঐতিহ্য টিকিয়ে রাখাই একমাত্র লক্ষ্য।