কর্নাটকে ১৫টি আসনে উপনির্বাচনে ১২টি জিতল বিজেপি। এ... more
কর্নাটকে ১৫টি আসনে উপনির্বাচনে ১২টি জিতল বিজেপি। এর আগে এই সবকটি আসনই বিরোধীদের দখলে ছিল। সরকার টিকিয়ে রাখার জন্য কম করে ছ'টি আসন পেতে হত বিজেপিকে। সেখানে বারোটি আসন পেয়ে নিজের পায়ের তলার মাটি শক্ত করলেন ইয়েদুরাপ্পা। স্বভাবতই খুশি মোদী। তখন গণনা চলছে, কিন্তু ঝাড়খণ্ডে প্রচারে তুললেন কর্নাটকের কথা। কীভাবে রাজ্যের মানুষ বিজেপিকে দুই হাত ভরে আশীর্বাদ করছে সে কথা জানান তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রী বলেন যে যাঁরা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছিল, তাঁদের জন্য এটি কড়া শিক্ষা। ভারতের মানুষ যে বিজেপির ওপর আস্থা রাখছে, তা প্রমাণ হয়ে গিয়েছে বলেন নরেন্দ্র মোদী। যদিও কংগ্রেস ও জেডিএসের পরিপ্রেক্ষিতে এই কথাগুলি বলেছিলেন মোদী, তাঁর ইঙ্গিতে স্পষ্ট যে মহারাষ্ট্রের রাজনৈতিক দলগুলির কাছেও বার্তা পাঠাচ্ছিলেন তিনি। শিবসেনার সঙ্গে জোট বেঁধে নির্বাচনে জিতলেও মুখ্যমন্ত্রী হওয়ার বিষয় নিয়ে ভিন্নমত হওয়ায় এখন বিরোধী বেঞ্চে বিজেপি। সরকারে শিবসেনা, কংগ্রেস ও এনসিপি। অনেকটা কর্নাটকের মতোে যেখানে জোট বেঁধেছিল জেডিএস ও কংগ্রেস, বিজেপিকে ঠেকানোর জন্য। উপনির্বাচনে কিন্তু সাফ হয়ে গিয়েছে জেডিএস। এরকম জোট যে দেশের মানুষ মেনে নেবে না, এদিন সেই দাবিই করেন প্রধানমন্ত্রী মোদী।