বাংলা নিউজ >
দেখতেই হবে >
ভূস্বর্গে গলছে বরফ, সেই ফাঁকে জঙ্গি অনুপ্রবেশের সম্ভাবনা বাড়ছে! এইভাবে চলছে তীক্ষ্ণ নজরদারি
Updated: 29 Apr 2022, 08:04 PM IST
লেখক Sritama Mitra
সেনা জওয়ানদের হাতে রয়েছে অত্যাধুনিক অস্ত্র। রয়েছে ...
more
সেনা জওয়ানদের হাতে রয়েছে অত্যাধুনিক অস্ত্র। রয়েছে তাবড় ক্যামেরা। আর এসবের সাহায্যেই তাঁরা নিরন্তর কঠোর প্রহরায় রয়েছেন কাশ্মীর সীমান্তে। উল্লেখ্য, ধীরে ধীরে কাশ্মীরের পাহাড়ে বরফ গলতে শুরু করেছে। আর সেই পরিস্থিতির সুযোগ নিয়ে উপত্যকায় জঙ্গি অনুপ্রবেশ ঘটে যেতে পারার আশঙ্কা রয়েছে। এই কারণেই সদাসতর্কতামূলক নজরদারি চালাচ্ছেন সেনা জওয়ানরা। বিভিন্ন জায়গায় রাখা হয়েছে নজরদারির ক্যামেরা। এই প্রহরায় কাশ্মীরের কেরান সেক্টরের কাছে অবস্থিত গ্রামের বাসিন্দাদেরও সাহায্য পাচ্ছেন জওয়ানরা।