Updated: 11 Feb 2022, 08:44 PM IST
লেখক Sritama Mitra
সুন্দরবনের কুলতলি ব্লকের পেটকুলচাঁদ এলাকা বাঘের আত... more
সুন্দরবনের কুলতলি ব্লকের পেটকুলচাঁদ এলাকা বাঘের আতঙ্কে ছিল গত কয়েকদিন। জানা যায়, লোকালয়ের কাছে জঙ্গলে বাঘিনীটি লুকিয়ে ছিল। নদীর চরের কাছে কয়েকজন দেখতে পান বাঘের পায়ের ছাপও। এরপরই খবর দেওয়া হয় বনদফতরকে। জাল দিয়ে ঘিরে ফেলা হয় জঙ্গল। এদিকে কিছুতেই জঙ্গল ছেড়ে বের হচ্ছিল না দক্ষিণরায়। রাতেই কাঁচা মাংসের টোপ দিয়ে পাতা হয় খাঁচা। খাবারের লোভে খাঁচায় ঢুকে পড়ে সে। এরপর বন্দি হয় বাঘিনী।