বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: পানীয় জলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ! পুলিশ ঢুকতেই কী দেখা গেল?
Updated: 12 Jun 2022, 05:41 PM IST
লেখক Sritama Mitra
পানীয় জল নেওয়া কে কেন্দ্র করে কথা কাটাকাটি থেকে ...
more
পানীয় জল নেওয়া কে কেন্দ্র করে কথা কাটাকাটি থেকে তা সংঘর্ষের রূপ নেয়। ঘটনা নদিয়ার শান্তিপুরের। সেখানে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে এলাকা তপ্ত হয় বলে খবর। গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের টেংরি ডাঙ্গা মেদিয়াপাড়া এলাকায় ঘটেছে এই কাণ্ড। । ঘটনাস্থলে পৌঁছান রানাঘাট মহাকুমার এসডিপিও। পুলিশ আসতেই এলাকায় শুরু হয় টহল। এদিকে বোমাবাজি এবং ইঁট বৃষ্টির জেরে আহত হন চার পুলিশ কর্মী। এরপরই ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে পুলিশের তরফ থেকে শুরু হয় লাঠিচার্জ। চলে ধরপাকড়। ঘটনায় কুড়ি জনকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ। উদ্ধার হয়েছে বহু তাজা বোমা।