বাংলা নিউজ > দেখতেই হবে > Reel Video: হুগলিতে ট্রাক্টরে জনসংযোগ অভিষেকের! ভিডিয়ো একনজরে

Reel Video: হুগলিতে ট্রাক্টরে জনসংযোগ অভিষেকের! ভিডিয়ো একনজরে

 পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগ জোরদার করতে উদ্যোগ নিয়েছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার সিঙ্গুর থেকে জনসংযোগ যাত্রা শুরু করেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ। হরিপাল মালিয়া কাশী বিশ্বনাথ সেবা সমিতির থেকে হরিপাল নন্দকুঠি পর্যন্ত এক কিলোমিটার ট্রাক্টর মিছিল করেন তিনি।সেই মিছিলের প্রথম ট্রাক্টরে উঠে বসেন অভিষেক। কয়েকশো ট্রাক্টর নিয়ে এই জনসংযোগ যাত্রায় অংশগ্রহণ করেন।