বাংলা নিউজ >
দেখতেই হবে >
Soham Chakraborty: 'হ্যাঁ মেরেছি', অকপট সোহম, বিস্ফোরক দাবি নিউটাউনে মার খাওয়া মালিকের
Updated: 08 Jun 2024, 02:18 PM IST
সম্পাদনা করেছেন Ranita Goswami
কঙ্গনা রানাওয়াতের চড় কাণ্ড অতীত। আপাতত চর্চায় তৃণমূলের বিধায়ক সোহম চক্রবর্তীর এক রেস্তোরাঁর মালিককে মারধর করার খবর। শুক্রবারই জানা যায় যে, সাপুরজির একটি রেস্তোরাঁয় ‘ফেলু-বক্সী’র দ্বিতীয় শেডিউলের শ্যুটিং সারছিলেন অভিনেতা। সেখানে পরিস্থিতি হঠাৎই চলে যায় হাতের বাইরে। রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে সোহমের কর্মীরা। মালিককে মারার কথা সোহম নিজেও স্বীকার করে নিয়েছেন।