নবীনবরণ উৎসব এই কলেজের ঐতিহ্য হলেও পাঁচ বছরের বেশি... more
নবীনবরণ উৎসব এই কলেজের ঐতিহ্য হলেও পাঁচ বছরের বেশি সময় ধরে তা বসিরহাট কলেজে হয়নি। কিন্তু আজ, বৃহস্পতিবার সেই উৎসব হল। তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) ব্যানারে সেটা হলেও গোটা উদ্যোগ নিয়েছেন স্থানীয় সাংসদ নুসরত জাহান বলে সূত্রের খবর। যদিও তিনি এই কলেজের পরিচালন সমিতির সভাপতিও বটে। এই অনুষ্ঠানে হাজির ছিল গায়ক মিকা সিং। মিকার গানে ছাত্রছাত্রীদের সঙ্গে নাচলেন সাংসদ, অভিনেত্রী নুসরত।