Updated: 26 Mar 2022, 08:20 PM IST
লেখক Sritama Mitra
সেভ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচিতে অভিনব উদ্যোগ হাওড়া ... more
সেভ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচিতে অভিনব উদ্যোগ হাওড়া স্টেশন ট্রাফিক গার্ডের। হাওড়া স্টেশন সংলগ্ন ঋষি বঙ্কিম চন্দ্র সরনী দিয়ে গেলে দেওয়ালে চোখে পড়বে ট্রাফিক নিয়ম শেখাতে অন্য ধরনের ছবি। ট্রাফিক আইন শেখাতে বাঁটুলের কমিকস অস্ত্র। হাতে হেলমেট নিয়ে হাজির নারায়ণ দেবনাথের তৈরি বাঁটুল দি গ্রেট। শুধু বাঁটুল নয়, সঙ্গে রয়েছে হাঁদা ভোঁদা। হাওড়া স্টেশন ট্রাফিক গার্ডের ইন্সপেক্টর বলছেন, নারায়ণ দেবনাথকে শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ। আর ট্রাফিক আইন শেখাতে বাঁটুলকে এই ভূমিকায় দেখে খুশি পথচলতি মানুষরাও।