Updated: 04 Dec 2024, 05:23 PM IST
লেখক Tulika Samadder
রাঙামতি তীরন্দাজ সেটে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন বৃন্দা ওরফে মধুরিমা চক্রবর্তী। রবিবার ভর্তি করা হয় হাসপাতালে। আপাতত শহরেরই এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। জানা যাচ্ছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন মধুরিমা। তবে সেই নিয়েই চলছিল শ্যুটিং। ছুটি নেননি। রবিবারও গিয়েছিলেন সেটে। রাত ১০টা অবধি শ্যুটিংও চলে। আর সেখান থেকেই সোজা হাসপাতাল। স্ত্রী রোগজনিত একটি সমস্যায় ভুগছেন। যাতে শরীরে মারাত্মক ব্যথা। সেরে উঠতে খানিক সময় লাগবে বলে জানায় চিকিৎসকরা।