Updated: 15 Jul 2024, 08:33 AM IST
Sayani Rana
১২ জুলাই অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট সাতপাকে বাঁধা পড়েছেন। বিয়ের পর শুরু তাঁদের রিসেপশন পার্টি। আম্বানিরা অবশ্য তাঁদের ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের এই বিশেষ অনুষ্ঠানের নাম রেখেছেন 'মঙ্গল উৎসব'। ১৪ জুলাই মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপেক্সের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসে 'মঙ্গল উৎসব'-এর আসর। বি-টাউনের নানা তারকার উপস্থিতিতে আরও উজ্জ্বল হয়ে ওঠে আম্বানিদের রিসেপশন। তাছাড়াও টলি-পাড়ার রুক্মিণী, নুসরতরাও কাড়েন নজর। কে কে ছিলেন অনন্ত-রাধিকার রিসেপশনের অতিথি তালিকায়? বিস্তারিত দেখে নিন ভিডিয়োয়।